বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বহুল কাঙ্খিত গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে তিতাস কর্তৃপক্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ৫ নভেম্বর ২০২৪

বন্দরে বহুল কাঙ্খিত গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে তিতাস কর্তৃপক্ষ 

ফাইল ছবি

এলাকাবাসী তোপের মুখে পরে অবশেষে বন্দরে বহুল কাঙ্খিত গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে তিতাস কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ,ইসলামপুর,২০নং ওয়ার্ডের মাহমুদনগর,বেপারীপাড়া,দড়ি সোনাকান্দা,সোনাকান্দা,২১ নং ওয়ার্ডের ত্রিবেণী ব্রীজ ও সোনাকান্দা এলাকার বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু করা হয়। তিতাসের প্রকৌশলী শাহিনের সার্বিক তত্ত্বাবধানে সুপার ভাইজার সাইদুর রহমান ও মোঃ মাসুমের নেতৃত্বে ঠিকাদার মাহাবুব আলম  এ কাজ তদারকি করছেন। 

মঙ্গলবার সকালে সংস্কার কাজ পরিদর্শণ করেন গ্যাসের দাবিতে দীর্ঘ দিনের আন্দোলনে অংশ নেয়ার সমাজ সেবক মানবাধিকার নেতা হাজী আলমগীর হোসেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,১৯,২০,২১ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ,দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু। মূলতঃ ১৯ ও ২০নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দাবির প্রেক্ষিতে তিতাস কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে। তিতাসের এ উদ্যোগকে দুই ওয়ার্ডের বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে।