প্রতীকী ছবি
আড়াইহাজারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর গ্রামের বগাদী গ্রামের আসাবুদ্দিন (৪২) এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৬ লক্ষ টাকার লুট করে নেয়।
জানা যায়, ঘটনার দিন রাতে আসাবুদ্দিন তার পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে যান। মধ্যরাতে ৮-১০ জনের একটি ডাকাত দল ঘরের ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বিভিন্ন রকমের ভয়-ভীতি প্রদর্শন করে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ২ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমরা মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারে জন্য কাজ করছি।