বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মা সিটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৪, ২০ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মা সিটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মা সিটিক্যালস লিমিটেড কোম্পানির শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিক্ষোভে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির কর্মী সমর্থকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে জানা গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে, বিএনপি নেতার বক্তব্য, তিনি শ্রমিকদের পক্ষে ছিলেন। 

বুধবার (নাসিক) ৬ নং ওয়ার্ডে অবস্থিত এই কারখানার প্রবেশ গেটের সামনে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ড আন্দোলন করে এই শ্রমিকরা।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

জানা গেছে, এই কোম্পানির শ্রমিকদের বর্তমানে বেতন দিনপ্রতি ৩২৫ টাকা করে পান। যা তাদের জন্যে কম হয়ে যায়। এজন্য তারা বেতন বাড়িয়ে ৫'শ করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘ ৩ মাস ধরে। তবে কোম্পানির কর্মকর্তারা বেতন বাড়ানোর আশার বাণী শোনালেও সমাধান না করায় আজ আন্দোলনে নামে তারা। শ্রমিকদের দাবি অনুযায়ী কোম্পানি বেতন ৫'শ টাকা না করলেও ৫০ টাকা বাড়িয়ে ৩৭৫ করবে জানান। তবে শ্রমিকরা তাতে সন্তুষ্ট নয়। 

এদিকে ইতিপূর্বে তাদের ৩৭৫ টাকা ছিল। একসময়ে কোম্পানির খারাপ সময়ে গেলে ৫০ টাকা কমিয়ে ৩২৫ টাকা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শ্রমিকদের আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা এসএম আসলাম সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করে। একপর্যায়ে আসলামকে বিক্ষুব্ধ শ্রমিকরা আটকে দেন। পরবর্তীতে তার দলীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

কারখানাটির এক নারী শ্রমিক জানান, তাদের বেতন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ তিনমাসের বেশি সময় যাবত তারা কোম্পানিকে জানিয়ে আসছে। মাসিক হিসেবে বেতন দেওয়া হলেও। দিন হিসেবে বর্তমানে তারা বেতন পান প্রতিদিন ৩২৫ টাকা করে। তাদের দাবি তা বাড়িয়ে ৫০০ করা। কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘ তিনমাস যাবত তাদের অপেক্ষা করাচ্ছেন। আজ দাবি আদায়ের জন্য আন্দোলন করাকালীন সময়ে বিএনপি নেতা আসলাম নামের একজন বাঁধা দেন। একপর্যায়ে তাদের উপর হামলাও করা হয়।

আব্দুল্লাহ নামের এক শ্রমিক বলেন, আমাদের বেতন বৃদ্ধি করা হোক না হয় আমাদেরকে তিন মাসের অগ্রিম বেতন দিয়ে এবং আমাদের বর্তমান বেতন ও বোনাস সব দিয়ে ছেড়ে দেওয়া হোক। আমরা যে পরিশ্রম করি তা এই বেতন কম হয়ে যায়।

এ বিষয়ে ওরিয়ন ফার্মা সিটিক্যালস লিমিটেড কোম্পানির সহকারী ম্যানেজার মুকিত খন্দকার জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী মালিকপক্ষের যা করনীয় তা করেছেন। শ্রমিকদের দিক ভেবে মালিকপক্ষ এগিয়ে এসেছে। শ্রমিকদের জন্য সর্বোচ্চটা করেছেন মালিক। দু'পক্ষই বিষয়টি বুঝা লাগবে। মালিক হয়তো চাইলেই অনেক টাকা খরচ করতে পারে কিন্তু সেটাও নিজের লিমিটের মধ্য দিয়ে। তারা যে দাবি করছে সেটা অসম্ভবের মতোই। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম জানান, আমি মূলত শ্রমিকদের পক্ষ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা ভূল বুঝে আমাকে দুপুর থেকে আটক রেখে সমাধনের কথা বলে। তাদের দাবি ছিল বেতন প্রতিদিন ৪০০ করে করা কিন্তু কারখানা কর্তৃপক্ষ ৩২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করায়ও তারা মানেনি। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এই বেতন দিয়ে থাকে। কিন্তু শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ করে।

শ্রমিকদের দাবি বেতন ৪'শ নয় ৫'শ করা লাগবে এবং তাদের অভিযোগ আপনি আপনার লোকজন দিয়ে হামলা করিয়েছেন এটার সত্যতা জানতে চাইলে তিনি বলে, এরা প্রথমে ৪'শ বলেছিল একেক সময়ে একেকটা বলে তারা। আর ওদের পক্ষেই সেখানে গিয়েছিলাম, হামলা কেন করাবো? এটা মিথ্যা। আমি পক্ষে গিয়ে উল্টো আমার নামে বদনাম হচ্ছে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। শ্রমিকদের সঙ্গে কথা বলছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাকিটা পরবর্তী বলা যাবে।