বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৪৪ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২২, ১ ডিসেম্বর ২০২৪

৪৪ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩০ নভেম্বর) তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন (২৫)।

শনিবার (৩০ নভেম্বর) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি গণমাধ্যমকে জানান, দশ হাজার টাকার চুক্তিতে তারা মাদক বহন করেছে। র‍্যাব-১১ এর টহল টিম ওই আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করে। মাদক আইনে তাদের মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।