বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৩, ১ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিভার (৩০ নভেম্বর) তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই যুবকের নাম- খলিল মিয়া (৫২) ও মাহিন মিয়া (২০)। খলিল মিয়া বাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও মাহিন মিয়া একই জেলা ও থানার ধোপখোলা গ্রামের কনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী গণমাধ্যমকে জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।