বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গত বছর সাড়ে ১৪শ কোটি টাকার পাট রপ্তানি করেছি, এ বছর বাড়বে : বিজেএ চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৮, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০০:৫৫, ১ ডিসেম্বর ২০২৪

গত বছর সাড়ে ১৪শ কোটি টাকার পাট রপ্তানি করেছি, এ বছর বাড়বে : বিজেএ চেয়ারম্যান

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ বলেছেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন। গত অর্থবছরে আমরা প্রায় ১২ লাখ বেল পার্ট এক্সপোর্ট করেছি। যা টাকার পরিমাণে সাড়ে ১৪শ কোটি টাকা হবে। আশা করছি গত বছরের তুলনায় এবছর আরও বাড়বে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসে এক সভায় এ কথা বলেন তিনি।

বিজেএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কাচাপাট রপ্তানি করে থাকে। এই সংগঠনের মাধ্যমে দেশে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা এসেছে। এখনো আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা কিংবা ভুল নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আমরা পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছি।

ফরহাদ আহমেদ আকন্দ বলেন, আমাদের বীজের একটা সমস্যা হয়েছে। সরকার এটা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরাও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। সরকারের আর্থিক সহায়তায় বিশেষভাবে উদ্বুদ্ধ করে থাকি, যেন পাট বাজী তৈরি করতে পারি। পাশাপাশি পাট পচনের সহজ পদ্ধতি নিয়ে কৃষকদের মধ্যে উৎসাহিত করছি। বিভিন্ন সময় আমরা সরকারের ভ্রান্তনীতির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে দাবি পেশ করেছি।