বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় লীজকৃত জমি দখলে নিতে হামলার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪১, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:০১, ১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় লীজকৃত জমি দখলে নিতে হামলার অভিযোগ 

সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের ফতুল্লায় লীজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে গোলজার বাহিনীর বিরুদ্ধে। 

ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে।  

রোববার (১ ডিসেম্বর) সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফতুল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পারভীন হাওলাদার জানায়, আমরা ১৯৬৯ সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি ৪ শতাংশ জমি লীজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েক আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়েছে গোলজার বাহিনীর সদস্যরা। গত ২৯ ও ৩০ নভেম্বর রাতে সন্ত্রাসী গোলজার ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বসতবাড়ীতে হামলা চালিয়ে মারধর, ভাংচুর, লুটপাট করে। এই হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও সন্ত্রাসীদের হুমকী অব্যাহত রয়েছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। ফতুল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।