বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৪, ১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ

পলিথিন শপিং ব্যাগ জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় উক্ত কারখানাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ আল মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম অভিযান চালিয়ে পলিথিন শপিং ব্যাগগুলো জব্দ করে। রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়–য়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে জেলার ফতুল্লার পাগলা বাজারের ডি এন রোড এলাকায় অবস্থিত শিরোনামবিহীন পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানা থেকে আনুমানিক ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান।