বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের সংস্কার কাজ চলছে, সেবা শুরু দ্রুতই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৭, ২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের সংস্কার কাজ চলছে, সেবা শুরু দ্রুতই

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংস্কারকাজ শুরু হয়েছে। দ্রুতই আঞ্চলিক এই অফিসটিতে সেবা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। 

সেমবার (২ ডিসেম্বর) সরেজমিনে পাসপোর্ট অফিস এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

ইতোমধ্যে ভবনটির প্রাথমিক সংস্কার শেষে রং করে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ভবনের প্রয়োজনীয় আসবাবপত্রও আনা হচ্ছে। 

আগুনে পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসটিতে গত চার মাস যাবৎ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করতে আগ্রহী গ্রাহক সহ অন্যান্য সেবা গ্রহীতারা ভোগান্তিতে পড়েন। 

এছাড়াও আগুনে ৮ হাজার পাসপোর্ট পুড়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ওই গ্রাহকরাও। এ অবস্থায় দ্রুত পাসপোর্ট অফিস চালু করার দাবি জানান জেলাবাসী। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে হামলা চালানো হয় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। প্রধান ফটকের তালা ভেঙে শত শত মানুষ ভেতরে ঢুকে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে চারতলা ভবনটিতে। আগুনে পুড়ে যায় সার্ভার, গুরুত্বপূর্ণ ফাইল ও যাবতীয় নথিপত্র সহ ৮ হাজার তৈরি পাসপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি এ কার্যালয়টি। ওই সময় আনুমানিক তিন কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানানো হয় সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। প্রতিদিন সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত মানুষ। সেই ভোগান্তি কিছুটা কমাতে আপাতত নারায়ণগঞ্জের সাতটি থানাকে তিন ভাগে ভাগ করে পাশের তিনটি জেলায় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জে (অফিসিয়ালি যাত্রাবাড়ী আঞ্চলিক কার্যালয়) নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা, মুন্সীগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা এবং নরসিংদীর পাসপোর্ট অফিসে রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁও থানার সাধারণ মানুষদের সেবা প্রদানের কাজ শুরু হয়।