খাবার হোটেলে ভাংচুর
নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া বাজারেএকটি খাবার হোটেলে পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেয়া হামলা ভাংচুর ও লুট করা হয়েছে।এতে দোকানী স্টাফ বুয়া সহ সাতজন আহত হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা অভিযোগকরা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দেলপাড়াবাজারে মোহাম্মদ দেলোয়ার খানের থ্রি স্টার নামক খাবার হোটেলে ২ডিসেম্বর সন্ধ্যা সাড়ে৬টায় চাঁদা দাবি করে একই এলাকার শামীম মোল্লা, রাবিব, তাহসিন, রাসেল মোল্লা ওসাজিদ সহ অজ্ঞাতরা। এতে দোকান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসার ক্ষতিসাধন করার হুমকিধমকি দেয়া হয়। পরদিন ৩ ডিসেম্বর সাড়ে ৬টায় শামীম মোল্লার নেতৃত্বে ১০/১২ জন লোহাররড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোটা নিয়ে হামলা ভাংচুর চালায়। ও সময় হোটেলে সারাদিনেরনগদ ৭৫ হাজার টাকা ও আসবাবপত্র ভাংচুর লুট করে নিয়ে যায়। এতে খাবার হোটেলেরআনুমানিক সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিসাধণ করা হয়। সন্ত্রাসীদের হামলা গুরুত্বর আহত হন মোঃদেলোয়ার খান, সিনফিয়ার খান সিয়াম, হোটেলের কারিগর মো: মানিক (১৮) ও মোঃজাহাঙ্গীর (২০) সহ সাতজন। গতকাল ফতুল্লা মডেল থানার এস আই হামিদ ও এস আই সাইফুলইসলাম ঘটনাস্থ পরিদর্শন করেছেন।