ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩৮ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
বুধবার (৪ ডিসেম্বর) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোঃ মেহেরাজ রাজা (২২), মোঃ গোলাম রাব্বী (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন যাবৎ তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।