রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ৯ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে উপজেলার মৈকুলি এলাকায় দুটি স্পটে ওই অভিযান চালানো হয়।

এ সময় দুই কিলোমিটার বিস্তৃত কয়েকটি গ্রামে ৫০০ বাড়ির এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
 
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত ওই অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন ও ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিমসহ অন্যান্য কর্মকর্তা এবং প্রকৌশলীরা।

অভিযান শেষে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, ‘স্থানীয় প্রভাবশালী লোকজন ও দালাল চক্রের ছত্রছায়ায় অবৈধভাবে সংযোগ নেয়া হয়েছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।আমাদের অভিযান চলমান থাকবে। এ ছাড়া অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’