রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করে থানায় এসে নিজেই স্বীকারোক্তি বাবার!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৮, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৯, ১০ ডিসেম্বর ২০২৪

সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করে থানায় এসে নিজেই স্বীকারোক্তি বাবার!

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর থানায় এসে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন এক বাবা। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সন্তানের নাম জিহাদ। তার বয়স ৬ বছর। তার বাবার নাম জুবায়ের হাসান হিমেল। হিমেল সংরিংদীর সাটিয়াপাড়া ইউনিয়নের উত্তর নাগরিয়াকান্দির হানিফ মিয়ার ছেলে।

বিকেলে রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে হিমেল নিজেই জানান যে, তার ছেলেকে সে নিজে সোমবার দুপুরে মেরে পানিতে ফেলে রেখেছেন।

জানা যায়, হিমেলের পারিবারিক কলহ রয়েছে এবং তার স্ত্রী ছেলেকে রেখে চলে গেছে। সে ছেলেকে সাথে নিয়ে কাজের সন্ধানে নরসিংদী থেকে গাউছিয়াতে এসেছিলেন। পরর্বতীতে কাজ না পেয়ে সে মানুষিক বিকারগস্ত হয়ে রাগের বসবর্তী হয়ে ছেলেকে মেরে ফেলেন। বিষয়টি ভূলতা ফাড়িতে জানানো হলে তাৎক্ষণিক ভূলতা ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে মুন্সি পেট্রোল পাম্পের সামনে ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে ছয় বছরের বাচ্চা জিহাদের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘাতক বাবাকে আটক করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।