রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ বুদ্ধিজীবী দিবসে বন্দরে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পুষ্প অর্পন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৫, ১৪ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবসে বন্দরে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পুষ্প অর্পন

ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে  বধ্যভূমি স্মৃতিস্তম্বে পুষ্প অর্পন করেছে বন্দর উপজেলা প্রশাসন। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দর সিরাজদৌল্লা ক্লাব মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্বে  বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ পুষ্প অর্পন করা হয়। পুষ্প অর্পন কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি,বন্দর থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম,  বন্দর  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসিরসহ সরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শহীদদের স্বজনরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ১৯৭১ সালে নিহত বুদ্ধিজীবীদের স্মৃতি চারনসহ গত জুলাই ও আগস্টে বিপ্লব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও বাংলাদেশ জামায়াত ইসলামী বন্দর উপজেলার সেক্রেটারি আরিফুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।