রাহিদের নেতৃত্বে মিছিল
১৬ ডিসম্বের মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯টায় খানপুর থেকে রাহিদের নেতৃত্বে মিছিল মেট্রোহল দিয়ে কালিরবাজার হয়ে চাষাড়া হয়ে মিশনপাড়া হোসিয়ারী ভবনের সামনে মহানগর বিএনপির সাথে যুক্ত হয়। পরে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান সরকার, সহ দপ্তর সম্পাদক ফাহিম রেহমান, সহ সভাপতি মো. নাদিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম নিরব, ক্রীড়া সম্পাদক মো. রায়হান, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমীন , সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম মাসুদ, দপ্তর সম্পাদক সিফাত আনন্দ, সদর থানা ছাত্রদলের আরাফাত, সাগর, ইমন, আলতাফ রিদয়, আলীফ, নাইম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, জাহিদ নোমান, সহ দপ্তর সম্পাদক ফাহিম, শরিফ, রিয়াদ সহ আরো অনেকে।