ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল লেক থেকে দুই তরুণ তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি সড়ক দূর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার একথা জানান।
এসময় তিনি বলেন, গতকাল রূপগঞ্জে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। আজ আরেকটি ছেলের লাশ পাওয়া গেছে। প্রথমিকভাবে আমরা ধারণা করছি ওভার স্পীডিং করতে গিয়ে তারা রাস্তা থেকে ছিটকে পড়ে গেছে। ময়নাতদন্তের পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পারবো।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকেই একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। এছাড়াও তাদের লাশ উদ্ধার করা লর সময় লাশ বাইকে বসার মত অবস্থায় ছিল।
এর আগে গতকাল রূপগঞ্জের পূর্বাচলের রাস্তার পাশের একটি লেক থেকে এক তরুনী লর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। বুধবার একই জায়গা থেকে আরেক কাব্য নামের আরেক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় লেক থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানিয়েছে পুলিশ।