শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:১৯, ২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহমেদ সিয়াম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম (১৮) ফতুল্লার পিলকুনী এলাকার পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

নিহতের মা কাঞ্চন বেগম জানান, দুই মাস অসুস্থ ছিলো সিয়াম। সুস্থ হওয়ার ১৫ দিন পর সিয়াম একটি হেসিয়ারী কারখানায় কাজে যোগ দেয়। শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। খবর পেয়ে খানপুর হাসপাতালে গিয়ে সিয়ামের মৃতদেহ পেয়েছি। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

স্থানীয়রা জানান, সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শরিফ হোসেন শামীমের সাথে ছাত্রলীগের সভা সমাবেশ করতেন। তবে ছাত্রলীগে সিয়ামের কোন পদ পদবি নেই। হত্যাকান্ডের বিচার চেয়ে শরিফ হোসেন শামীম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।