প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পাহারাদারদের বেঁধে চারটি দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করেছে ডাকাতদের একটি দল। এসময় নগদ প্রায় সাড়ে ১০ লাখ টাকা নিয়ে যায় তারা।
রোববার (২২ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে।
বাজারের পাহারাদারদের সুপারভাইজার মামুন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ট্রাকে করে বাজারে আসে। এসময় তারা আমাকে ও অপর পাহারাদার বিল্লাল হোসেনকে (৭২) চাদর কেটে হাতমুখ মুখ বেঁধে ফেলে।
এসময় তারা আড়াইহাজার বাজারে অবস্থিত লিটন ট্রেডার্স মুদি দোকানের মালিক লিটন মিয়ার দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ৩ লাখ টাকা, শাজাহান স্টোরের মালিক শাজাহান মিয়ার মুদি দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ২ লাখ টাকা, মেসার্স পোল্ট্রি ফিডের মালিক মোহাম্মদ আল আমিনের দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙে অনুমানিক ৫ লাখ টাকা ও রাজধানীর টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক মাহমুদুল হাসানের দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।