বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে হানিফ পরিবহনে র‍্যাব-১১ তল্লাশী বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে হানিফ পরিবহনে র‍্যাব-১১ তল্লাশী বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২

মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে যাত্রীবাহী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে ৩০ কেঁজী গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-১। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাঙ্গামাটিয়া এলাকার  শুক্কুর মিয়ার ছেলে রাসল (২৩) ও ঢাকা জেলার সাভার থানার যাদুরপুর এলাকার সাফায়েত সরদারের ছেলে শাহিন সরদার (৪৫)। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিন বাদী হয়ে গত রোববার (২২ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং - ২৫(১২)২৪।

ধৃতদের সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধারসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্যসূত্রে জানাগেছে,গত রোববার র‍্যাব-১১ সিপিসি-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মদনপুর এলাকায় টহল ডিউটি করা  সময়ে গোপন সংবাদে খবর পায় কতিপয় মাদক কারবারিরা মাদক ক্রয়বিক্রি উদ্দেশ্য কুমিল্লা থেকে ঢাকাগামী হানিফ পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-২৫২০ নাম্বারে একটি বাস যোগে  বিশাল একটি মাদকের চালান নিয়ে ঢাকা উদ্দেশ্য রওনা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক  উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে রোববার ভোরে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে  উল্লেখিত বাস তল্লাশী করে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।