প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় এ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক নারী সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় মহাসড়কের ঢাকাগামী নেনের মেঘনা টোলপ্লাজার উপর এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় উভয় যানের চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে একটি এ্যাম্বুলেন্স যাওয়ার সময়ে উল্টো পথ দিয়ে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয় এবং সিএনজি ও এ্যাম্বুলেন্স চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হন।
ঘটনাস্থলে থাকা ইমন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে যাওয়ার পথে সিএনজিটি উল্টোপথে টেনে আসার সময়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। একই সিএনজির চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হলে কয়েকজন মানুষ তাদের হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবরের সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদেরও নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। তবে এ্যাম্বুলেন্স আর সিএনজি আটক রয়েছে।