বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পিস্তল সহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৯, ৩০ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় পিস্তল সহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তল সহ এস এম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়া বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে আমেরিকার তৈরি  একটি  অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাঢ়া জামতলা এলাকায় বসবাস করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশীপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তল সহ এস এম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।