শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ থেকে বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০০, ৩১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ থেকে বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগদান

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলা থেকে বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবশে যোগ দিয়েছেন ছাত্র জনতা। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া থেকে ৪টি বাসে ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 

 দুপুরের আগে থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে। এখনো অনেক মিছিল আসছে। উপস্থিতদের মধ্যে অধিকাংশই তরুণ।

ছাত্র-জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়েছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছে। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছে।

এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।  

নারায়ণগঞ্জ থেকে যেমন ছাত্র-জনতা এসেছে, তেমনি এসেছে দ্বীপজেলা ভোলা থেকেও। উত্তরবঙ্গের দিনাজপুর থেকেও মিছিল নিয়ে ছাত্র-জনতা সমাবেশস্থলে প্রবেশ করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে এখনো প্রবেশ করছে ছাত্র-জনতা।  

সমাবেশের সামনের কাতারে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।