রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০২, ১ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ হাবিব

ফতুল্লায় ১২ বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের অভিযোগে মোঃ হাবিব (২২) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার শাসনগাঁও থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাবিব ফতুল্লা মডেল থানার শাসনগাও আল আমিনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাইয়ুম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, কিশোরীর পরিবার ও গ্রেফতারকৃত যুবক হাবিব এক সময় শাসনগাও এলাকায় পাশাপাশি বাড়ীতে ভাড়ায় বসবাস করতো। এক মাস পূর্বে কিশোরীর পরিবার বনশ্রী মোড়ে অন্য ভাড়া বাসায়  চলে আসে। একই বাসায় থাকাকালীন সময়ে গ্রেফতারকৃত হাবিব প্রায় সময় কিশোরী কে নানা প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজি না হইলে কিশোরিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করতো। এক পর্যায়ে কিশোরী কে  ৩ মাস পূর্বে  হাবিব তার ভাড়াটিয়া রুমে নিয়ে ভয় দেখাইয়া কিশোরী কে ধর্ষন করে। এর পর থেকে একাধিকবার  কিশোরী কে ধর্ষন করে। অনত্র চলে আসার পরেও কিশোরীকে গ্রেফতারকৃত হাবিব তার ভাড়াটিয়া বাসায় নিয়ে ধর্ষন করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।