ঘন কুয়াশা
নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীত। ঘড়িতে দুপুর হলেও ঘন কুয়াশা কাটেনি, দেখা যায়নি সূর্য।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জে এ দৃশ্য দেখা গেছে।
আবহাওয়া অফিস জানায়, শৈত্য প্রবাহ বয়ে না গেলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। আগামী তিন দিন এ অবস্থা বিরাজমান থাকতে পারে।
ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।