প্রতীকী ছবি
বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় মাসুদ ওরফে পিচ্ছি মাসুদ (২৮) নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাসুদ ওরফে পিচ্ছি মাসুদ বন্দর উপজেলার কেওঢালা এলাকার মৃত জহির মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (৩রা জানুয়ারি) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২রা জানুয়ারি) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড।
পিকআপ মালিক অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে মালামাল খালাস করে খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়। এরপর তাদের মারধর করে দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪'শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।