প্রতীকী ছবি
বন্দরে জিআর মামলার সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২রা জানুয়ারি) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত রফিক আলী মিয়ার ছেলে জিআর মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মারুফ (৩২) বন্দর র্কোটপাড়া এলাকার রাকিব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (২৮) বেঁজেরগাও এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কবির হোসেন (৪৫) ও শুভকরদী এলাকার সেরাজল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মানসল মিয়া (২৮)।