বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে হত্যা চেষ্টা মামলায় আসামি জয়-পুতুল-রেহেনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৩, ৮ জানুয়ারি ২০২৫

না.গঞ্জে হত্যা চেষ্টা মামলায় আসামি জয়-পুতুল-রেহেনা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলহাজ্ব (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে (৭৪) প্রধান আসামি করে ২৬৮ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত ৩০০ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়েছে। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়।  

মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার ছোট বোন শেখ রেহেনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) সহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল ৫ টার সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো. আলহাজ্ব গুলিবিদ্ধ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি রুজু করা হয়েছে।