বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে লুণ্ঠিত মালামাল সহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ২২:৩১, ১১ জানুয়ারি ২০২৫

বন্দরে লুণ্ঠিত মালামাল সহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রতীকী ছবি

আশুলিয়া থেকে বন্দরে একটি ব্যাটারী ফ্যাক্টরিতে আসা ট্রাক সহ কোটি টাকার নতুন ব্যাটারি তৈরির কানেক্টর লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ ডাকাত দল কর্তৃক লুণ্ঠিত ট্রাক ও ১৩ হাজার ২শ ৮০ পিছ কানেক্টর  উদ্ধার করতে সক্ষম হয়। 

শুক্রবার (১০ জানুয়ারি)  রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, আসলাম(৩৩)ও জাবেদ হোসেন শান্ত ওরফে চৌক্কা(২২)। গত বুধবার রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতাল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

থানার তথ্য সূত্রে জানাগেছে, ঢাকা জেলার  আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রীন ডাইনেস্টি লিমিটেড নামে এক ব্যাটারি  ফ্যাক্টরি থেকে ৪ লাখ ৭৫ হাজার পিছ ব্যাটারি তৈরি  কানেক্টর  নিয়ে একটি ট্রাক গত বুধবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের লক্ষনখোলা এলাকায় অবস্থিত ডিজিডিসি চায়না ব্যাটারী ফ্যাক্টরির উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ৪ টার  দিকে মদনপুর- মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটি পৌঁছায়। এসময়  অজ্ঞাতনামা ১২/১৫ জন সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে  ট্রাকটি গতিরোধ করে। পরে  অস্ত্রের মুখে  জিম্মি করে চালক হেলপারকে নামিয়ে দিয়ে কানেক্টর ভর্তি ট্রাকটি  নিয়ে যায় ডাকাত দল।  এ ঘটনায়  আশুলিয়া গ্রীন ডাইনেস্টি লিমিটেডর ব্যবস্থাপক মোসলেম আলী বাদী বন্দর থানার একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারি অফিসার এসআই হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে  ডাকাত আসলামকে আটক করেছে। তার দেয়া তথ্য মতে লুণ্ঠিত ট্রাক সহ ১৩,২৮০ পিছ কানেক্টর উদ্ধার করে। এসময় জাবেদ হোসেন শান্ত ওরফে চৌক্কা নামে আরো এক ডাকাতকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি  তরিকুল ইসলাম বলেন, ট্রাক সহ ব্যাটারি ফ্যাক্টরির কানেক্টর  লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।  সেই সঙ্গে  লুন্ঠিত ট্রাক ও আংশিক মালামাল উদ্ধার করা হয়।  বাকী আসামিদের গ্রেপ্তারের  চেষ্টা অব্যহত রয়েছে।