মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে র‍্যাব-১১ অভিযানে গাঁজাসহ হাফেজ তামিম ইকবাল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩০, ১২ জানুয়ারি ২০২৫

বন্দরে র‍্যাব-১১ অভিযানে গাঁজাসহ হাফেজ তামিম ইকবাল গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ৫ কেঁজি ৭'শ গ্রাম গাঁজাসহ হাফেজ মোঃ তামিম ইকবাল (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দরে র‍্যাব-১১। ধৃত মাদক ব্যবসায়ী হাফেজ মোঃ তামিম ইকবাল ঢাকা জেলার খিলগাঁও থানার মেরাদিয়া (ত্রিমহনী) গোড়না এলাকার লোকমান বক্স মিয়ার ছেলে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ নায়েক সুবেদার মোঃ মহিদুর রহমান বাদী হয়ে রোববার (১২ জানুয়ারি) গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা ১২(১)২৫। 

গ্রেপ্তারকৃতকে রোববার (১২ জানুয়ারি)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে ঢাকাগামী ঢাকা মেট্রো ল ১৪-৭৫৮২ নাম্বার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাফেজ তামিম ইকবাল দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী পালসার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই ।