ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওণা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এই ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের নিকট থেকে নাজিমুদ্দিন ১৫০০ শত টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে এখন তার কাছে টাকা নেই। টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দিব। পরে উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নাজিমকে কিলঘুষি দেয় । ঘটনার শেষে নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পরে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। ঢাকা নেয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমুউদ্দিন মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হেসেন বলেন, নিহতের গায়ে কোন আঘাতের চিন্হ নেই। ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রির্পোট হাতে পেলে বাকি কারণ জানা যাবে।