বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪১, ১৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুতার কোন ফ্যাক্টরিসহ দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময়ে গোদনাইল চৌধুরীবাড়ি বউ বাজার শান্তিনগর এলাকায় এই আগুন ধরে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় তা সাড়ে ৯ টায় নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণ আনতে ৬ টি ইউনিট কাজ করেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তরা বলেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কোন ফ্যাক্টরিতে প্রথমে আগুন লাগে। এরপর অল্প কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ধরে যান। এতে উভয় ফ্যাক্টরির সকল পন্য পুড়ে ছাই হয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আমরা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ৬ টি ইউনিট কাজ করেছে। আগুনের সুত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ  আপাতত বলতে পারছি না। তবে, আহত কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।