ফাইল ছবি
১৫ জানুয়ারি বুধবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ শহরে এক মিলনায়তনে জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পরিচালক আসাদুজ্জামান রাকিব, বর্তমান পরিচালক মো: ইসমাইল, সদস্য সচিব অমিত হাসান প্রমূখ।
নির্বাহী পরিচালক রায়হান বিন রফিকের সঞ্চালনায় পরিচালক মো: ইসমাইল হোসেন বলেন ২০০৫ সালে প্রতিষ্ঠিত আমাদের জিনিয়াস ফাউন্ডেশনের এ সেশনে মোট ৬টি কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছেন ৭৯৫৩ জন শিক্ষার্থী, পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৭৪০৫ জন।
তিনটি গ্রেডে টোটাল বৃত্তি প্রাপ্ত হয়েছেন ৪০৭ জন।
এসময় তিনি বলেন নারায়ণগঞ্জ এর সবচেয়ে বড় বেসরকারি বৃত্তি প্রকল্প হচ্ছে 'জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ' যা ইতোমধ্যে এই অঞ্চলের সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা যেনো আগামীতে এর চেয়ে বেশি পরীক্ষার্থী নিয়ে ফলাফল প্রকাশ করতে পারি আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।