শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্লাড ক্যান্সারে আক্রান্ত গাফফার বাঁচাতে চায় 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৬, ১৭ জানুয়ারি ২০২৫

ব্লাড ক্যান্সারে আক্রান্ত গাফফার বাঁচাতে চায় 

ফাইল ছবি

আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর এলাকার মোঃ গাফফার (৫৫) নামে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছে তার পরিবার। মোঃ গাফফার পেশায় একজন বাবুর্চি। সে চম্পক নগর গ্রামের মৃত মোঃ আব্দুস সামাদের ছেলে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী অবস্থিত জাতীয় ক্যন্সার  ইনিস্টিটিউট হাসপাতালের একজন ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। 

তার ছেলে সৈকত  জানান, টাকার অভাবে তার বাবার চিকিৎসা করাতে পারছে না। তার বাবার  চিকিৎসার জন্য অনেক  টাকা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসা ব্যয় বহন করা  দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই মোঃ গাফফারকে  বাঁচাতে সরকারসহ সমাজের  বিত্তবানদের  মানুষের সহযোগিতা কামনা করছেন তার ছেলে । তার স্ত্রী রাশিদা  জানান, স্বামীর চিকিৎসা করাতে গিয়ে ঘরের খাবার দাবার বন্ধ হয়ে গেছে। বর্তমানে অনাহারে অর্ধহারে দিন যাপন করছেন। তাই সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা চেয়েছেন তিনি।  সাহায্য পাঠানোর  ঠিকানা বিকাশ (পার্সোনাল )০১৬৩১১২৮৩০৪ ।