শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৈদ্যেরবাজার ইউপি দল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৪, ১৭ জানুয়ারি ২০২৫

সোনারগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৈদ্যেরবাজার ইউপি দল জয়ী

প্রতীকী ছবি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর যুব সমাজ ও বন্ধু মহলের উদ্যােগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দল ও সাদাফ সুলতান ফাউন্ডেশন দল অংশগ্রহণ করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দল ১২৭ রান সংগ্রহ করে। জবাবে সাদাফ সুলতান ফাউন্ডেশন দল ১০৮ রান সংগ্রহ করে পরাজিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ দলের মাঝে বিজয়ী পুরস্কার বিতরণ করেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম সরকার, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু, বিএনপি নেতা বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী গরীবে নেওয়াজ, সাংবাদিক মাজহারুল ইসলাম। খেলা পরিচালনা করেন- সাংবাদিক ও শিক্ষক মশিউর রহমান, উজ্জল হোসেন মাসুম, রনি হাসান মোল্লা। উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের এ খেলায় ১২টি দল অংশগ্রহণ করে।