শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ২ সহোদরসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২১, ১৭ জানুয়ারি ২০২৫

বন্দরে ২ সহোদরসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

প্রতীকী ছবি

বন্দরে ২ সহোদর সহবিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আলমগীর মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শুভ (৩৩) বন্দর চৌধুরীপাড়া এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিলন ওরফে রাফসান (৩৫) মীরকুন্ডি এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৫০) কবিলেরমোড় এলাকার  রবিন মিয়াে ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফাহিম (২৮) মুছাপুর এলাকার সফিউল্লাহ মিয়ার ২ ছেলে ননজিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আরিফ হোসেন বাবু (৪০) ও মুরাদ হোসেন  মামুন (৩৭)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।