প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গাজীপুরের আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের লুট হওয়া ফেব্রিক উদ্ধার করেছে নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫২ কোটি টাকা।
এ ঘটনায় মাসুম ওরফে বাবুকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন।
এট আগে গত ১০ জানুয়ারি রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকা থেকে মাল বোঝাই ট্রাক নিরুদ্দেশ হয়। এ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আসামি বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মালামাল লুটের সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে। আসামির দেয়া তথ্য অনুসারে মালামাল উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে গাজীপুরের কোণাবাড়ির মদিনা মার্কেট থেকে ১১২ রোল ও নারায়ণগঞ্জের দুই নং রেলগেট এলাকার গুলশান মার্কেট হতে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।