রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৩, ১৮ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে  ট্রলালের মালিককে  পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। 

এ ব্যাপারে নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত মিলনের পিতার নাম মৃত নোয়াব আলী। সে  আড়াইহাজার-সোনারগাওঁ  এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলের নেতৃত্বে   মতিন,  সুফিয়ান, আরিফ, সাজোয়ারসহ আরো বেশ কয়েকজন  মিলনকে  পিটিয়ে আহত করে।

স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ তথ্য নিশ্চিৎ করেছেন নিহত মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।  ময়না তদন্তের রিপোর্টের উপর পরবর্তী আইনগত কার্যক্রম চলবে। নিহতের শরীরে দৃশ্যয়মান কোন আঘাতের চিন্হ নেই।  অভিযোগ দিলে তদন্ত করে দেখব।