শ্রমিক বিক্ষোভ
ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ১২ দফা দাবিতে জেলা পুলিশ লাইনসের সামনে অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দাবি না আদায় হওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করবেনা বলে ঘোষণা দেয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় আরএন নীট টেক্সটাইল থেকে মিছিল নিয়ে পুলিশ লাইনের সামনে এসে রাস্তায় অবরোধ করে তারা। বিষয়টি সমাধানের জন্য মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশ।
এদিকে অবরোধের কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো- সকল শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট 9 শতাংশ বৃদ্ধি করতে হবে। সকল শ্রমিকদের (প্রোডাকশন ও বেতন) বাৎসরিক অর্জিত ছুটির টাকা দিতে হবে। ৭ কর্ম দিবসে বেতন পরিশোধ করতে হবে
হাজিরা বোনাস পাঁচশ টাকা দিতে হবে (প্রোডাকশন ও বেতন )। সরকার ঘোষিত নূন্যতম ১২ হাজার ৫শত টাকা বেতন দিতে হবে। রিজাইন দিলে শ্রম আইন অনুযায়ী প্রোডাকশন ও বেতনের শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে হবে। স্ব-বেতনের শ্রম আইন অনুযায়ী মাতৃকালীন ছুটি দিতে হবে। প্রোডাকশন শ্রমিকদের ছয়টার পর কাজ করলে ওভার টাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। কাজ না থাকলে বেসিকের সমপরিমাণ হাজিরা দিতে হবে। সকল শ্রমিকদের নাইট বিল ৬০ টাকা দিতে হবে। শ্রম আইন অনুযায়ী মাসিক বেতন ও প্রোডাকশন শ্রমিকদের দুই ঈদের দুইটি বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। অবিলম্বে প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলা সুইয়িং ইনচার্জ আশিকের চাকুরী হতে প্রসারণ করতে হবে। বহিরাগত সন্ত্রাসী সহ পুলিশ দিয়ে হয়রানি করা চলবে না।