বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ২১ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের একটি হাইস্কুলে আমিনুল হাসান (৩৮) নামে এক শিক্ষককে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছিত করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত মো. মাসুমকে আসামী করে ভূক্তভোগী ওই শিক্ষক সিদ্ধিরগঞ্জ থানার লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এ ঘটনাটি ঘটে। 

মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আমিনুল হাসান সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় মো. মাসুদ নামে এক ব্যক্তি পূর্বের বিরোধের জেরে ওই কক্ষে ঢুকে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গালিগালাজ করতে নিষেধ করায় ওই ব্যক্তি তাকে এলোপাথারীভাবে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমের সৃষ্টি হয়। পরে তার ডাকচিৎকারে অন্যান্য শিক্ষক-শিক্ষিকরা এগিয়ে আসলে তাকে খুন করার হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি চলে যায়। এদিকে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।