বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ২২ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার বাঘানগর ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন (৪৫) নরসিংদী সদর উপজেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে।  

সে  আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর থেকে অটোযোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে একই দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিকশার দিকে বাম পাশে চাপিয়ে দিলে অটোরিকশার চাকা গর্তে পড়ে গেলে অটো উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোর যাত্রী নাসির উদ্দিন অটো রিকশার নিচে পড়ে গিয়ে বুকে চাপা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করেন।