বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে কাভার্টভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে কাভার্টভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের চাপায় কাজী আনোয়ার হোসেন(৩৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার ছেলে কাজী আরাফ হোসেন আহত হয়। 

রোববার সন্ধ্যায় গাজীপুর- মদনপুর সড়কের এশিয়ান হাইওয়েরর জামপুরের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আনোয়ার হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে। 

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে। আটককৃত কার্ভাড ভ্যান চালক মো. আলমগীর হোসেন বরিশালের বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে । এদিকে গতকাল সোমবার সকালে নিহতের জানাযা শেষে মহজমপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।   

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে গত রোববার কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ড-১১-১৫৯৭) রওনা হয়। পথে সন্ধ্যায় সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার  ছেলে কাজী আরাফ হোসেন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে কাজী আনোয়ার হোসেন মারা যান। আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত চালকসহ গাড়িটি জব্দ করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, কার্ভাড ভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।