বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ

ইটভাটায় অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে ইট প্রস্তুত করায় দুটি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় ইটভাটায় প্রস্তুত করা ত্রিশ হাজার ইট বিনষ্ট করা করা হয় এবং ইটভাটা দুটোর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

সোমবার (৩ জানুয়ারি) বক্তাবলী ইউনিয়নের রাজাপুরে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।