ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার পর অদৃশ্য কারণে পুলিশ একজনকে ছেড়ে দিয়ে ২ জনকে ৫১ ধারায় কোর্টে প্রেরণ করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় একটি হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি ওই গ্রামের ওছমানের ছেলে রাকিব ডাকাতের ঘরে আরো তিন ডাকাত আশে পাশের কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হলে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে তিন ডাকাতকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃত ডাকাতেরা হলো- উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের বোরহানের ছেলে হিমেল (৩০) একই গ্রামের আফজালের ছেলে জয়নাল এবং পুরিন্দা এলাকার তমিজদ্দিনের ছেলে তামিম মোল্লা। ঘটনার সময় ডাকাত রাকিবকে আটক করতে গেলে রাকিব জনগণকে পিস্তল ধরে আতংকের সৃষ্টি করে পালিয়ে যেতে সক্ষম হয় বলে এলাকাবাসী জানান। অথচ থানা পুলিশ ধৃত ডাকাত তামিমকে অসুস্থতার কারণ দেখিয়ে থানা থেকে ছেড়ে দেয় এবং বাকী দুজনকে ৫১ ধারায় মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আসামিদের নামে ৩/৪ টি করে মাদক মামলা রয়েছে। তাই তাদেরকে ৫১ ধারায় চালান করা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি বিষয়টি দেখছি।
এদিকে, আড়াইহাজারে প্রতি রাতে ৪/৫ টি করে ডাকাতির ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসী ডাকাত আতংকে ভুগছে। এলাকাবাসি আক্ষেপ করে বলেন, পাহারা দিয়ে ডাকাত ধরে পুলিশে দিলে যদি পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং ৫১ ধারায় কোর্টে পাঠায় তা হলে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি সম্ভব না।