শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাল্কহেড বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে বাল্কহেড বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এসময় বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে নৌ পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)

এর আগে ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামক একটি বালুবাহী বাল্কহেডের স্টাফগণ বাল্কহেড খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে বাল্কহেডের স্টাফগণ উক্ত বালুবাহী বাল্কহেড চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়। 

পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এমন সংবাদ প্রাপ্ত হয়ে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলকে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানালে নৌ পুলিশ জোরদার অভিযান পরিচালনাসহ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল ও নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়। 

এঘটনায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অনান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।