শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কের দুই পাশে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে মহাসড়কের দুই পাশে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের দু’পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সোনারগাঁ থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও  বিএনপির নেতাকর্মী সাথে ছিলেন।

জানা যায, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তুলেন স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করে। আর স্থানীয় প্রভাবশালীদের সাথে সড়ক ও জনপদ অধিদপ্তর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে মাসোয়ারা পেয়ে থাকেন ।

বুধবার অবৈধ উচ্ছেদ অভিযানে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, থানা পুলিশ বা হাইওয়ে পুলিশের নতুন কর্মকর্তারা সোনারগাঁয়ে যোগদান করলে কিছুদিন পর পর অবৈধ দোকানপাট নামকাওয়াস্তে  উচ্ছেদ অভিযান চালায়। ফলে বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

তারা জানান, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যান অপরদিকে, প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দামে দোকান দিতে উঠে-পড়ে নামেন। কোন জায়গায় আগে ব্যবসা করা ব্যবসায়ী তাদের চাহিদানুযায়ী টাকা দিতে না পারলে অন্যব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে জায়গা দিয়ে থাকেন। 

ব্যবসায়ীরা আরো জানান, জায়গার অগ্রিম বাবদ প্রায় ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা আর  দৈনিক  ১০০ টাকা থেকে ১২শ’ টাকা ভাড়া বাবদ আদায় করা হয়।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কিছুদিন পরপর লোক দেখানো উচ্ছেদ অভিযান না করে মহাসড়কে যানবাহন নির্বিঘেœ চলাচল ও ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হোক। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কে পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন এই জায়গাগুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, আমি এর আগেও এইখানে উচ্ছেদ করেছি। উচ্ছেদের পর নতুন করে বসতে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা ছিলনা।  কেউ যদি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার চিন্তাভাবনা চলছে। আমরা চেষ্টা করব স্থায়ীভাবে কিছু করার।