শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কালাপাহাড়িয়ায় তিন বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কালাপাহাড়িয়ায় তিন বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়ার ইজারকান্দী পুলিশ ফাঁড়ি সংলগ্নে শাহাজালাল, রিপন ও আবু কালাম নামে তিনজনের বাড়ীঘর ভাংচুর ও ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্র  লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় বুধবার বিকালে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহাজালাল, রিপন ও আবু কালামের সাথে একই গ্রামের বাসিন্দা এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুণলীগ সভাপতি রাসেলের পূর্ব শত্রুতার জেরে রাসেল তার দলবল নিয়ে ওই তিনজনের বাড়ী ঘরে হামলা করে ঘর দরজার ভাংচুর ও লুটপাট চালায়। তার সাথে হামলা ও ভাংচুরে যোগ দেয় তার সহযোগি শরীফ, জুয়েল, হানিফা, জালাল, জাকির গং। এরা প্রায় অর্ধশতাধিক লোকের সমন্বয়ে  হামলা ও ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ। এ ঘটনার সাথে আমি জড়িত নই। 

এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মইনুল কে জিজ্ঞেস করা হলে তিনি তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।