শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ৫ কিলোমিটারে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ৫ কিলোমিটারে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাতায়াতকারী যাত্রীরা ও যানবাহন চালকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে এ রিপোর্ট লিখা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর ব্রিজের হতে সাইনবোর্ড পর্যন্ত এ যানজট দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে,মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ ৪৫ মিনিটের বেশি সময় ধরে পরিবহনগুলো আটকে রয়েছে। এতে চরম ভোগান্তিতো পড়েছে শিশুসহ বয়োবৃদ্ধ যাত্রীরা। ফলে বহু যাত্রীকে নিজ নিজ গন্তব্যে হেটে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছেন।

কাঁচপুর হতে গাড়িতে উঠেছেন ব্যবসায়ী আব্দুল মতিন। তার সঙ্গে কথা বললে তিনি জানান, ৩০ মিনিটের অধিক সময়ে তিনি কাঁচপুর হতে চিটাগাংরোড এসে পৌঁছেছেন। তার গন্তব্য শনিরআখড়া। বহুদিন পর আজ তিনি যানজটের ভোগান্তিতে পড়েছেন।  

সোলাইমান নামের আরেক যাত্রী জানান,  তিনি  চিটাগাংরোড হতে বাসে উঠেছেন যাত্রাবাড়ী যাবেন। তার ভাষ্য, তিনি যে গাড়িতে রয়েছেন সেটি ২০ মিনিট যাবত একই স্থানে বসে আছে।

কয়েকজন পরিবহন চালক জানান, ঢাকার মাতুয়াইল অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে চেক করার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট শুধু ঢাকাগামী লেনেই।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপির মাতুয়াইলে গাড়ি তল্লাশি হচ্ছে। এর কারণ যানজট সৃষ্টি হয়েছে। তবে সেখানকার পুলিশ গাড়ি ছাড়া শুরু করেছে বলে জানিয়েছেন। এখনই যানজট ছুটে যাবে।