
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের মঝিনা নদীরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে আটক করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।
গ্রেফতারকৃত আসামি হলেন- মোঃ মামুন মিয়া (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছি।
গ্রোফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।