শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাইনবোর্ডে মসজিদ নির্মাণের আড়ালে সওজের জমি দখলের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সাইনবোর্ডে মসজিদ নির্মাণের আড়ালে সওজের জমি দখলের চেষ্টা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করতে সাইনবোর্ডের উত্তর পাশে মসজিদে রাসূল (সা.) নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ,  সড়ক ও জনপদের জমি দখল করে মসজিদ, শৌচাগার নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে শৌচাগার উঠিয়ে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করে টাকা উপার্জন করছে ওই মহলটি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড উত্তর পাশে গিয়ে দেখা যায় মহাসড়কের উত্তর পাশে পাবলিক টয়লেট ঘেঁষে ঢেউটিন দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের বারান্দা দিয়ে রাত-দিন টয়লেটে আসা যাওয়া করছে নারী পুরুষরা‌।

মসজিদের খাদেম হালিম টয়লেট ব্যবহারকারীদের কাছ থেকে ৫-১০ টাকা উত্তোলন করছে।

মসজিদের পাশেই সড়ক ও জনপথের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান, গরুর খামার নির্মাণ করেছে আঁখি নূর চৌধুরী নামে এক ব্যক্তি।

মসজিদে রাসূল (সা.) এর পরিচালক আঁখি নূর চৌধুরী জোরপূর্বক কূটকৌশলের আশ্রয় নিয়ে সড়ক ও জনপথের জায়গা দখল করার জন্য মসজিদ নির্মাণ করেন। মসজিদের আড়ালে পাবলিক টয়লেটের মাধ্যমে অর্থ উপার্জন করার কৌশল অবলম্বন করেছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উত্তর পাশে মহাসড়কের জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে শৌচাগার উঠিয়ে পাবলিক টয়লেট হিসেবে নারী পুরুষরা‌ টাকার বিনিময়ে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, এবার নামাজের পর দেশের মসজিদের শৌচাগার তালা বদ্ধ রাখা হলে এ শৌচাগার গভীর রাত অবধি খোলা রেখে মসজিদের কোষাধ্যক্ষ আঁখি নূর চৌধুরী টাকা ইনকাম করছে। শৌচাগারের পাশেই ইমাম ও মুয়াজ্জিনের কক্ষ নির্মাণ করা হয়েছে। যা নারীদের নিরাপত্তা ও ইমাম-মুয়াজ্জিনে সম্মানহানীকর। 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, মহাসড়কের জায়গা দখল করে সাইনবোর্ডের উত্তর পাশে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমাদের কোন অনুমতি নেয়া হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।