শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত পাঁচ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত পাঁচ আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ভ্যানচালক হাবিবুর রহমান (২১) হত্যাকান্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোঃ ছগির (৩৮), রেহেনা (২৫), মোঃ আবু বার সিদ্দিক (৫২), মোঃ আরিফ (২৫), মোঃ নুর জামান (৩৫)।

নারায়ণগঞ্জ (ক সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি দল মুন্সীগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ফতুল্লার আমতলা হরিহরপাড়ার স্বপন সরকারের (৪০) ৪ তলা বাড়ীর নীচ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে হাবিবুর রহমানের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি রেহানা জানায়, হাবিবুরকে ফোন করে এক বাসার রুমে নিয়ে আটক করে মুক্তিপন দাবী করে। এসময় মুক্তিপনের বিষয়ে চাপ দিলে হাবিবুর চিৎকার চেচামেচি করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।